মা চরিত্র
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
মায়া মমতা স্নেহ প্রেমের
শীতল কোল ছায়া,
ভুবন জুড়ানো হাসি খুশি
সদা চঞ্চল কায়া।
চোখে হারায় সন্তানে তার
সুখ দুঃখ মাঝে,
দয়া মায়া কোমল পরশ
তারই হাতে সাজে।
সকাল বিকাল সুখে দুখে
দাঁড়ায় পাশে এসে,
বিপদে আপদে ধরে বুকে
আগলে রাখে পাশে।
দশমাস দশদিন তার
গর্ভে ধারণ করে,
কষ্টে সৃষ্টে লালন পালন
করে আনন্দ ভরে।
মমতাময়ী রূপটি তার
সদাই হাস্য মুখ,
সন্তান সুখে সবার আগে
তারই মনে সুখ।
“মা” চরিত্র এমনই তর
মা কভু নয় পর,
অবহেলার পাত্র নয় সে
তাকে আঁকড়ে ধর।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি=
শ্রী স্বপন কুমার দাস। পিতা-সন্তোষ কুমার দাস মাতা-কল্যণী দেবী, গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারত।মনের সুখে দিনকাটে কবিতা লিখে।সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে আজ বিশ্ব দরবারে হাজির হাজারো পত্রিকার ঘরে আমার কলম আঁচড় টানে।