ভরসার উত্তরসূরী

-পীতবাস মণ্ডল

ººººººººººººººººººººººº

আমি নির্যাতিতার নাভিমূলে শুকানো

রক্তপিণ্ডের অগনিত করুণ হাহাকার ,

আমি অন্যায় অপশাসনের বিরোধিতা করি

দুর্বৃত্তের চক্রব্যুহ ভেঙে করি চুরমার ।

আমি অসহায় নিরন্নের সুদীর্ঘ নিঃশ্বাস

অনিয়মের বেড়াজাল করি প্রতিকার ,

আমি দুরহ সময়ের নির্মম প্রতিবেদন

রক্ত চক্ষু উপড়ে ফেলি অরাজকতার ।

আমি দুর্নিবার অশনির তীব্র সংঘাত

স্বমহিমায় দংশাই সুচতুর কালসাপ ,

আমি শোকের করাল গ্রাসের অনুশাসন

কসাইয়ের যাঁতাকলে নিষ্পেষণ করি পাপতাপ।

আমি না ফোটা কুঁড়ির করুণ রোদনে

অরুণ আলোর দিশারী নবীন প্রভাত ,

আমি অনাহুত প্রাণের সুরাহা অনন্ত

অনাবিল অনাসৃষ্টির কড়া প্রতিবাদ ।

আমি দুঃখের দাবানলের অগ্নিস্ফুলিঙ্গ

আঁধার অমানিশার নির্ঘুম আলোকবর্তিকা ,

আমি নিঃস্বের সহায় সম্বল উদার অবিরত

কপটের দুর্বিসহ যন্ত্রনার উপশমী বিভীষিকা ।

আমি আদর্শলিপির একনিষ্ঠ মূর্ত প্রতীক

এক লহমায় বাস্তব সত্যের করি উদঘাটন ,

আমি অবহেলিতের পরম শুভাকাঙ্ক্ষী

সদর্পে ভৎর্সনা করি স্বার্থের অপশাসন ।

আমি বজ্রের শব্দভেদী সুতীব্র হুঙ্কার

পাপের বিনাশে লক্ষ্যভেদী রণডঙ্কা নিনাদ ,

আমি নির্মম দৌরাত্ম্যের ঘোর বিরোধী

সহসা মৃত্যু দূতের বারতা নামক অপঘাত ।

আমি অথৈ সমুদ্রের দুরন্ত অট্টহাসি

জীর্ন জঞ্জাল নিমেষেই বানভাসি করি উপুর্যপরী ,

আমি শত্রুর ছলনা ভাঙা এক অতন্দ্র প্রহরী

আগামীর জাগানিয়া এক “ভরসার উত্তরসূরী” ।

ººººººººººººººººººººººº

কবি পরিচিতি –

পীতবাস মণ্ডল । সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্ৰাম- যোগেশ গঞ্জ, জেলা উত্তর ২৪ পরগনা । পেশায় একজন দিন মজুর। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসার টানে একটুখানি লেখার প্রচেষ্টা ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*