পাঁজর
-বিমান বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কাল্পনিক নয়;বাস্তবিক প্রেম চাই আমন্ত্রণ বিহীন
অতিথি হও যতক্ষণ থাকো প্রেমিক হয়ে যাও
ঝড় উঠুক,সন্ধে নামুক রাত্রি হোক গভীর
পত্র দিও বাতাসের খামে পড়ে নেবে চোখ
জেগে আছো ভেবে জোনাকির ডানায় পাঠাবো সুখ।
ক্ষতি নেই;আগুনের মতো মায়াহীন হয়েছি প্রিয়তম
পোড়াবে কতো! বৃষ্টি নামবে ধুয়ে যাবে যাবতীয় শোক।
ওগো;ফেঁপে ওঠা নদী
“এখনও পুরোপুরি আমাকে গ্ৰাস করতে পারোনি।”
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস।পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।