চিন্ময়ী
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞∞∞
মায়ের কথা শুধু একটি দিন
তাও কী কখনো হয়!
যাঁর সঙ্গে নাড়ীতে জীবন বাঁধা
তিনি আজীবন অক্ষয়।
একটু ছোঁয়া,এতটুকু চোখে দেখা
সে যে তীর্থের অনুভব,
মা যার কাছে থাকেন সারাক্ষণ
তার জীবনে প্রতিদিনই উৎসব।
মায়ের সকল ইচ্ছের মূলধন
সকল সাধ্য সাধনা,
প্রচেষ্টাগুলো স্নেহরসে হয় সিক্ত
সাথে মঙ্গল কামনা।
এভাবেই প্রতিপলে আগলে রাখা
নিজেকে উজাড় ক’রে লালন
আপন বলতে সন্তানের হাসিমুখ
নিদ্রায় জাগরণের একটাই চিন্তন।
সব মায়ের তো একটাই পরিচয়
তিনি কারও মা,
সন্তান যেন সকলের সেরা হয়
তিনি আর কিছু চান না।
কষ্টের পরিমাপ হয়না মায়ের
সবকিছু তিনি স’য়ে নেন হাসিমুখে
সন্তানের অবহেলা মৃত্যুর সমান
তখনও সহন চলে বুকফাটা দুঃখে।
মা দিবস হোক সম্মানে শ্রদ্ধায়
মা দিবস হোক আরাধনা অন্তরে
মাতৃদিবস চিন্ময়ী পূজা হলে
আনন্দাশ্রম গড়া হবে প্রতিঘরে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি। নমস্কার, ধন্যবাদ।