অনুভূতির উদ্যান
-মাই ফেয়ার চৌধুরী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
বিষন্নতায় যখন তোমার আকাশে কালো মেঘে ঘিরে ধরে,
খোলা জানালার পাশে এসে আনমনে দাঁড়াবে নীল কষ্টে
ঝিরিঝিরি বাতাসে ছুঁয়ে দিব তোমার অনুভূতির জানালা।
বিষাদের ব্যথায় যদি আঁধার নেমে আসে হৃদয় কোণে,
বারান্দায় এসে তুমি হাত বাড়িয়ে দিও খোলা আকাশে
বৃষ্টির ফোঁটায় শিহরিত পরশে জড়াব প্রকৃতির মত সজীবতায়।
হৃদ গহীনে যন্ত্রণায় তোমার পৃথিবীর নির্বাক নিস্তব্ধতা হয়,
নিঃশব্দ বোবা কান্নায় নির্ঘুম রাত কাটে লোনা জলে,
ভোরের কুয়াশার জলে ভিজাবো তোমার অনুভূতির উদ্যান।
মন খারাপের দিনে চারপাশ যখন ঝাপসা হয়ে আসে,
আমার কবিতার কুঠিরে এসো,নিঃসঙ্গতায় খুঁজে পাবে পূর্ণতা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর,থানা-ডবল মুরিং, আগ্রাবাদ-চট্টগ্রাম