নীতি কথা
-আশীষ খীসা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
রাগকে জয় করো
ভালোবাসা দিয়ে,
রাগ চুপ হয়ে লুকিয়ে থাকবে
হৃদয়ের গহীনে গিয়ে।
মন্দকে বিনাশ করো
সৎ ও ভালো কর্ম দিয়ে,
মন্দ পালিয়ে যাবে
অনেক দূরে গিয়ে।
মিথ্যা কথা বন্ধ করো
সত্য কথা বলে,
সত্যের সাথে পরাজিত হয়ে
মিথ্যা দূরে যাবে চলে।
অন্যায় ও অপকর্মকে রোধ করো
ন্যায় ও সততা দিয়ে,
অন্যায় ও অকুশল কর্ম নিমূল হবে
মনের অন্তরালে গিয়ে।
স্বার্থপরতা দাও মনেপ্রাণে বিসর্জন
অন্যকে উজাড় করে বিলিয়ে দিয়ে,
তোমায় সবাই ভালোবেসে জীবন তরী
ভিড়বে ভালোবাসার তীরে গিয়ে।
হিংসা-বিদ্বেষ ত্যাগ করো
তোমার মন থেকে,
হৃদয়ের মণিকোঠা থেকে
উঠবে ভালোবাসা জেগে।
লোভ-লালসা ও কৃপণতা ত্যাগ করো
মন থেকে চিরতরে,
মনের চাহিদা,আকাঙ্ক্ষা ও দুঃখ
সব চলে যাবে মন থেকে সরে।
চোখ থাকতে তুমি অন্ধ কেন?
তাই দেখো মন দিয়ে কিছু নীতি কথা,
মাথায় মগজ থাকতে তুমি বুঝোনা কেন?
তাই জ্ঞান দিয়ে ভাবো তোমার চরিত্রটা।
এইসব নীতি কথা মেনে চললে
তোমার জীবনে বয়ে আনবে পরম সুখ,
জীবন থেকে দুঃখ চিরতরে নির্মূল হয়ে
সুখ-শান্তি বিরাজ করবে যুগে যুগ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।