অতঃপর জীবন
-গণেশ পাল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
একথা- সেকথা
এই অবধি
ভাবতে ভাবতে ভাবি ,
এই কতক্ষন
কিংবা
এই কতদিন
সহজবোধ জীবনে
অকপট সরলরেখার মতো
সত্য পালন করবো ?
জীবনের ঋণগ্রস্ততা —-
অস্থাবর জীবনকে ঘিরে
শুধু শুধু কি এই বেলা
পরিবর্তন আনে ?
জীবনের বিস্ময় ,
জীবনের বিরক্তি
কিংবা
জীবনের আনন্দ
এই মাত্র
কী হতে পারে জীবনে ?
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ১ টি কাব্যগ্রন্থ ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক গ্রন্থ অপ্রকাশিত রয়েছে । প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ মোট দশটির বেশি। ।