ভয়ংকর সেই রাতের স্মৃতি
-শিবানী সাহা
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
বাস্তবের প্রেক্ষাপটে প্রতিদিন ঘটে কত অপকর্ম,
বিবেক মনুষ্যত্ব বিসর্জিত পালন করে না আপন ধর্ম।
নারকীয় কান্ড ঘটায় হিংস্র স্বার্থপর মানুষ
তারই কবলে নষ্ট হয় সতীত্ব অঙ্গের বস্ত্র লন্ডভন্ড।
আঁধার রাতের সেই বিভীষিকাময় ঘটনা,
কলঙ্কিত করে ফুটফুটে একটি কিশোরীর জীবন,
সমাজের চোখে অবহেলিত ভেঙ্গে যায় মন।
একাকিত্ব জীবন কাটে তার একলা ঘরে,
ঘটনার স্মৃতি মনে করলেই আতঁকে উঠে মন
আঁধার রাতের এক ফালি চাঁদ কত স্বপ্ন আঁকে,
অশ্রুসিক্ত নয়নে ভাবে জীবনটা হারিয়েছে চলার বাঁকে।
দুচোখ ভরা স্বপ্ন ছিল তার ভালোবেসে বাঁধবে সে ঘর,
আপন করবে সবাইকে কেউ থাকবে না পর।
স্বপ্ন তার হারিয়ে গেল অমাবস্যার আঁধার রাতের বুকে,
বাকি জীবনটা কাটবে তার দুখে সুখের স্পর্শ হারিয়ে
ভয়ংকর পাশবিক অত্যাচারের সেই বিভীষিকার রাত,
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার জনশূন্য পথ
সাহস করে এগিয়ে এসে কেউ দেয়নি তার সাথ।
মেরুদন্ড বরাবর বয়ে যায় একটা ঠান্ডা শিহরণ
সেদিনের সেই স্মৃতির পাহাড় জীবন ভর বইতে হবে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারন গৃহবধূ। জন্ম উত্তর ২৪ পরগনা নৈহাটিতে। ছোট থেকে বড় হয়ে ওঠা সেখানে। গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে বড় হওয়ার কারণে আমি একজন প্রকৃতি প্রেমী। কবিতা লিখতেও পড়তে ভালোবাসি। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে।