অভিনয় শুধু

-ইন্দিরা দত্ত

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বসুধার রঙ্গমঞ্চে অভিনয় শুধু,

বেলাশেষে এসে দেখি মরীচিকা ধু-ধু ।

হিসাবের লাভ ক্ষতি নিয়ে করি রব,

নিজ নিজ স্বার্থসিদ্ধি করে দেখি সব।

ক্ষমতার বেড়াজালে সত্য কাঁদে আজ!

সততা ধুলোয় মেশে মিথ্যা করে রাজ।

সত্যবাদী যায় ফেঁসে কেঁদে কেঁদে ফিরে,

মুখোশের আড়ালেতে মিথ্যা থাকে ঘিরে।

দু’দিনের রঙ্গমঞ্চে শুধু অভিনয়!

সকলের সঙ্গে জানি হয় পরিচয়।

ছলের আশ্রয়ে কেহ সেজে থাকে ভালো,

কপটতা শঠতায় হৃদি মাঝে কালো।

ছলে বলে কৌশলেতে ভালো সেজে চলে,

ভদ্রতার আড়ালেতে মিথ্যা কথা বলে।

মুখে মিষ্টি থাকে সদা অন্তরেতে বিষ,

মিশিবো কাহার সাথে দ্বন্দ্ব অহর্নিশ।

স্নেহ প্রেম দয়া মায়া সকল অজানা,

হৃদয়ের ক্ষত সব বলা আজ মানা।

মরীচিকা সম লাগে জীবনের মানে,

ছলনাময়ী পিরিতি পিছনেতে টানে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

আমি ইন্দিরা দত্ত। নাচ গান কবিতা আবৃত্তি, আমার ভীষণ ভালো লাগে। এছাড়া গল্প উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে। বাগান করা আমার নেশা। পিতার নাম -ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস। মায়ের নাম – বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম -শ্রী উৎপল দত্ত

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*