মেঘলা বেলা

-সিরাজুল ইসলাম মোল্লা

ººººººººººººººººººººººººººº

যেন শিল্পীর পটে আঁকা গোধূলির বেলা,

উড়ে যায় আকাশে সাদা মেঘের ভেলা।

মেঘমালা উড়ে যাবে সীমানার ওপারে,

ধীরে ধীরে আকাশ ঘন কালো আঁধারে।

মেঘের সাথ ঈগল উড়ে দূর অজানায়,

হাঁস মুরগি, পাখিসব নীড়ে ফিরে যায়।

এখনি বুঝি নামবে মেঘ ঝড় বৃষ্টি হয়ে,

কৃষক শ্রমিক দৌড়ায় লম্বা লম্বা পায়ে।

প্রচণ্ড শব্দে আকাশে বিজলী চমকায়,

পথে বজ্রাঘাতে কড়ই গাছ জ্বলে যায়।

ঝড়ো বাতাসে ডাল ভাঙ্গে, আম পড়ে,

পলকে পথ ঘাট ডিজে ঝড় বৃষ্টি ঝরে।

প্রবল বর্ষণে আকাশ ধবল হয়ে আসে,

শনশন শীতল বায়ু বহে, তনু মন হাসে।

রাস্তার মাথায় বীর বাবু আকাশ পানে,

উপভোগ্য মনে সৌন্দর্য্য অবলোকনে।

দিনেশ উকি মারে ঢাকা মেঘের কোলে,

নীল নীল লাল লাল রংয়ে ঢেউ তোলে।

সাতরংয়ে রংধনু ভাসে পুবেল আকাশে,

ভীতিছাপ ঝরে যায় নির্মল মৃদু বাতাসে।

ººººººººººººººººººººººººººº

কবি পরিচিতি-

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*