শান্তির দূত

-গৌর গোপাল পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

উজান-ভাটি জীবন বোধে

চলছি খেয়া বেয়ে!

কার সাধ্য আমায় রোধে

ভাবছো একা পেয়ে!!

জগৎ জুড়ে করছি ভ্রমণ

ভুবন জোড়া ঘর!

বিশ্বে আমার সবাই আপন

কেউ নয়কো পর!!

স্নেহ-প্রীতি প্রেমের বাণী

ছড়ায় বিশ্ব জুড়ে!

ঘুচায় সবার দুঃখ গ্লানি

শান্তি এনে, দূরে!!

মানবতার মানব সেবা

করি ভবের মাঝে!

বিশ্বে এমন মানুষ কেবা

রুখবে আমার কাজে!!

যত আঘাত একলা পেয়ে

হানবে জেনো সবে!

যুদ্ধ চাই না শান্তি চেয়ে

রইবো বেঁচে ভবে!!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

কবি গৌর গোপাল পাল/ পিতা- দুকড়ি পাল/মাতা- ফুলেশ্বরী পাল/বীরভূম জেলার লাভপুর থানার বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। বছর পঁয়তাল্লিশেকের উপর দেশ বিদেশ মিলিয়ে সাত আটশো পত্র পত্রিকায় লেখালিখি। প্রকাশিত গ্রন্থও রয়েছে ন’খানি। আকাশবাণীর অনুমোদিত গীতিকার। অফ অনলাইন মিলিয়ে হাজার তিনেক শংসাপত্রও রয়েছে ভাঁড়ারে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*