অস্তিত্বের সংকট

-বিজয়া মিশ্র

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

মানবিক মুখ খুঁজে পাওয়াই ভার

কথায় ,কর্মে,বন্ধুত্বে,

প্রতিদিনের আলাপ আলোচনায়

ভয়াবহ লাগে প্রতিহিংসার আবর্তে।

প্রতিহিংসা মনুষ্যেতর প্রাণীর

লড়াই মনে করায়,

বুদ্ধিজীবী ও সেই পথে দেখি হাঁটে

জনসাধারণ ভোগে সমস্যায়।

প্রতিহিংসা পূরণে নানান পন্থা

বিপথে হাঁটতে হয়,

মানসিক সম্পদ ক্ষয়ে ক্ষয়ে

ঘটায় বিপর্যয়।

প্রতিহিংসায় অন্যের হবে ক্ষতি

এই ভাবনা বুদ্ধিও নাশ করে

প্রচুর শ্রম আর কৌশল ব্যায় হয়

পরিনামহীন দুঃখে জীবন ভরে।

মানবিক গুনাবলীতে প্রতিহিংসার

কোথায় জায়গা নাই,

সেই অভীপ্সা সুপথে চালিত হ’লে

শান্তিতে দিন কাটাই।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।নমস্কার, ধন্যবাদ।

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*