তবে কীসের মানুষ

-পীতবাস মণ্ডল

≅≅≅≅≅≅≅≅≅≅

এজীবনে যদি শুধু সুখের পিয়াসী হই

দুঃখ কে করি যদি অস্বীকার ,

তবে যেকোন রূপে বেঁচে থাকা উচিত ছিল

সর্বেসর্বা মানুষ হওয়ার কী দরকার ?

ভালোর নির্যাস পেতে মরীয়া হই যদি

মন্দটাকে ধিক্কারে দু’পায়ে দলি বারংবার ,

তবে নির্বোধ হয়ে জন্মানো শ্রেয় ছিল

ঘটা করে হই কেন মনুষ্যের দাবিদার ?

সত্য চির উন্নত ভাস্মর জানি যদি

তবে মিথ্যা’র মোহে ধ্বংসকে এতো কেন আশকারা ,

সত্য চিরস্থায়ী সুদীর্ঘ জীবনের বুনিয়াদ

ক্ষনভঙ্গুর মিথ্যার জলসায় মানুষ কেন দিশেহারা ?

আলো কে ভালো ভেবে মশগুল চিরকাল

আঁধার কে দিতে পারিনা কেন সমগুন মর্যাদা ,

একে অন্যের পরিপূরক বলেই সম্ভব দুজনার অস্তিত্ব

তবে মন্দ’কে কদর দিতে এতো কেন দ্বিধা ?

কামনার প্রত্যুষে টইটম্বুর অগাধ জ্ঞান

তবে নিষ্কাম হতে সক্ষম হয় না কেন হুঁশ ,

ভালো-মন্দে গড়া এবিশ্ব চরাচর অনন্তকাল

মানতে যদি এতই কুন্ঠা, “তবে কীসের মানুষ”????

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ-

নাম – পীতবাস মণ্ডল , পিতা – স্বর্গীয় বিষ্ণুপদ মণ্ডল , মাতা – মালতি মণ্ডল । উত্তর ২৪ পরগনা জেলার- যোগেশ গঞ্জ গ্ৰাম নিবাস । এক দরিদ্র পরিবারে জন্ম । পেশায় একজন দিনমজুর , ছাত্র জীবন থেকেই সাহিত্যের প্রতি অগাধ একনিষ্ঠতা।পাঠকের পরিতৃপ্তি কে পাথেয় করে কিঞ্চিত প্রচেষ্টার প্রয়াস ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*