কি যাদু করেছো
-আশীষ খীসা
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কি যাদু করেছো মোরে
পাগল হয়েছে যে মন,
ফোঁড়া পাকলে যেমন করে
তেমন করছে টনটন।
পাগলি মনে লেগেছে দোলা
হয়েছি আমি আত্মভোলা,
খোপা খুলে চুল দিয়েছি ছেড়ে
আমার মন এখন খোলা।
অনুভব করছি স্বর্গের সুখ
মনে লাগছে খুব প্রশান্তি,
মনে থাকা সব দুঃশ্চিন্তা
হোক মুছন,দুর হোক ক্লান্তি।
বৈশাখী ঝড়ো হাওয়া
আসছে তেড়ে অঝোরে,
শোঁ শোঁ করে শুকনো ঝরা পাতা
ও ধূলোবালি নিয়ে সঝোরে।
খুশি লাগছে আজ মনে
লেগেছে যে রঙ হৃদয়ে,
রঙিন হাওয়ায় ভাসছি আমি
রঙিন আবরণে জড়িয়ে।
এভাবে সদা যদি থাকি প্রতি ক্ষণে
আমি তো হয়ে যাবো একদম পাগল,
মনের রঙ সব চলে যাবে
বাকী থাকবে শুধু আসল।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৭টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।