ব্যর্থতা
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞∞∞∞
এ অন্যায় এ অত্যাচার
এ শুভ এ অশুভ।
মানুষের হৃৎপিন্ড সব সমান নয়
ঈশ্বর এক অভিন্ন জীব।
মানুষের সাথে তাঁহার তুলনা চলে না
মানব জাতি ব্যর্থতা মেনে নেয় সহজে
ঈশ্বর তা পারে না।
পরিবর্তনশীল সমাজ – পরিবর্তনশীল পৃথিবী
যারা বদলে যায় তাঁরাই শুধু জীবিত প্রাণী
বাকীরা তো মৃতজীবী।
অভিনেএ পলায়ন বিনিদ্র রজনী
আঁখি পাতে বারোমাস বিতায়িনী উপবাস
গ্রহ নক্ষত্রের হিসাবে নাইট্রোজেন শ্রীবৃদ্ধি
পরামর্শ মেনে নেয় শত শত গাছ
আমরা তো সেখানে দুদিনের অতিথী।
যে নৌকায় জীবনের সমাপ্তি
সেই নৌকার নাবিক আমি
জলের স্রোতে শিরা উপশিরা ধমনীর পথ
বর্গমূলে পাওয়া যায় স্বপ্নভঙ্গের কাহিনী।
ব্যর্থতা লেখা হয় রাত জাগা প্রহরে
ঘাসে ঘাসে যেন বিশ্বযুদ্ধ
আমরা তো আজীবন যাযাবর শ্রেণী।।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা – কার্ত্তিক হালদারমাতা- আরতি হালদার শিক্ষাজীবন:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র। লেখার সূএপাত:- স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন পএ পত্রিকা,ম্যাগাজিন ওয়েবজিন,ফেসবুক পেজ,ওয়েব সাইট , অন্যান্য।