শূন্য মনের ক্যানভাস
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ভেবেছিলাম আমার মনে
আঁকবো তোমার ছবি,
ভাবনাগুলো হারিয়ে গিয়ে
হলাম উদাস কবি।
হঠাৎ আলাপ চলার পথে
হলো অনেক কথা,
আপন হয়ে এলে না তো
পেলাম মনে ব্যথা।
ভালোবেসে আমরা দুজন
হবো কাছাকাছি,
এই বাসনা ছিল মনে
এখন আঁধারেতে আছি।
আমার হবে কথা দিয়ে
এলে না মোর জীবনে,
কি দোষ ছিল বলো আমার
আজও ভাবি মনে।
তাইতো আজও হলো না আঁকা
মনের ক্যানভাসে তোমার ছবি,
আঁধার রাতে হারিয়ে স্বপ্নগুলো
নব প্রাতে ওঠে আবার রবি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। আমি একজন সাধারন গৃহবধূ। সংসারের কাজের ফাঁকে ফাঁকে কবিতা লিখি। আমার লেখা কবিতা পাঠকের ভালো লাগলে লেখার সার্থকতা।