সেবা পেত উন্নত

-অনিল কুমার পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

যন্ত্রণায় কাতরায় কত না রোগী হাসপাতালে,

দুর্ঘটনায় পতিত পথিকে নিচ্ছে জরুরী বিভাগ হলে।

সংবাদ পেয়ে ছুটছে স্বজন পড়ছে কান্নার রোল,

জ্ঞান ফিরলে আঘাতের যন্ত্রণা অনুভবে ফুটে উঠে বোল।

ওয়ার্ডে ওয়ার্ডে নানান রুগী সাথে প্রিয়জন বিমর্ষ বদনে,

ডায়াগনস্টিকে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সংগ্রহে এগুনে।

ভেজাল খাদ্যে বৈশ্বিক আবহাওয়া অনেক রোগের সৃষ্টি,

শাকসবজি ফলমূলে বিষাক্ত রাসায়নিক না দিই সেদিকে দৃষ্টি।

যান্ত্রিক যুগে মানুষ হয়েছে কত কি যে ব্যস্ত,

হাটতে চাহেনা রোগের উপর শরীর করেছে ন্যস্ত।

সামান্য রোগ ব্যাধিতে নিজেই যেন ডাক্তার,

বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক সেবনে কি নিস্তার?

অনেক রোগী উন্নত চিকিৎসায় পাড়ি জামায় বিদেশে,

গবেষণাগারে গবেষণা করে ডাক্তার যদি হত দেশে।

মান সম্মান বৃদ্ধি পেত গরিব সেবা পেত উন্নত,

উন্নতমানের চিকিৎসা সামগ্রিক প্রয়োগে রাখুক সমুন্নত।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিত-

অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল, তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া( বাংলাদেশ) গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন, তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। অবসরে লেখালেখি করে থাকেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*