দেবদূত হয়ে এসো কবি

-অনুপম রায়

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি যেটুকু মোদের করে গিয়েছিলে দান, সেটুকুও রাখতে পারিনি বজায়,

দিতে পারিনি তোমার স্বপ্নের যোগ্য সন্মান।

আজও চলে তাই,,,,,,,

সেই জাতের নামে বজ্জাতির লড়াই,

মানুষে মানুষে কোন সম্প্রীতি নাই,

ভাইয়ে ভাইয়ে আজ ঠাঁই ঠাঁই,

কেউ রাখেনি তোমায় চেতনায়।

রক্তে জ্বালিয়েছিলে যে বিদ্রোহের আগুন,

তা আজ ছাইয়ে ঢাকা ম্রিয়মাণ।

দেশ জুড়ে চলছে শুধুই স্বার্থের জয়গান।

আর একবার ফিরে এসো কবি,

নতশিরে তোমারে জানাই আহ্বান,

চেতনায় নিভে যাওয়া তুষ চাপা আগুন,

আবার জ্বলে উঠুক ফের লেলিহান।

টলোমলো আজ দেশের তরী,

দেবদূত হয়ে ফিরে এসে,

ফের শক্ত হাতে হাল ধরি

পার করো আজি ঝঞ্ঝা তুফান।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি——

শ্রী অনুপম রায়, জন্ম–১৩৭৬ বঙ্গাব্দের তিরিশে কার্তিক, অবিভক্ত মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত বড়চাদাবিলা গ্রামে। পিতা– শ্রী গোপীকৃষ্ণ রায়। স্কুলশিক্ষক, বর্তমানে অবসরপ্রাপ্ত, মাতা–রেখারানী রায়।(মৃত), বর্তমান ঠিকানা- গ্রাম-চকতারিনী, পোস্ট+থানা শালবনী, জেলা- পশ্চিম মেদিনীপুর, বাল্য শিক্ষা- গ্রামের প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক–খসলা ইন্দুমতী উচ্চ বিদ্যালয়। একাদশ দ্বাদশ–পার্বতীময়ী শিক্ষা নিকেতন। স্নাতক–মেদিনীপুর মহাবিদ্যালয়। ইন্জিনিয়ারিং পড়া অসমাপ্ত। পড়তে পড়তে ব্রেন টিউমার ধরা পড়ে। পরে অপারেশান করে বর্তমানে সুস্থ আছি। বর্তমান পেশা– ক্ষুদ্র কাপড়ের ব্যাবসায়ী নবম দশম শ্রেণীতে পড়ার সময় থেকেই কবিতা লেখার ঝোঁক ছিল, একটু আধটু লিখতাম, স্নাতক পর্যন্ত এমনই মাঝে মধ্যে এক দুটো লিখতাম। পরে মানসিক অস্থিরতা, শরীর খারাপ, ভবিষ্যতের চিন্তায় লেখা বন্ধ হয়ে যায়। বর্তমানে কিছুদিন যাবৎ কিছু সাহিত্য গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে কবিদের লেখা পড়ে আবার লেখার ইচ্ছা জাগে । আবার লেখা শুরু করি। লেখতে ভালো লাগে বলেই লিখি। মনটা ভালো থাকে সৃষ্টির একটা আনন্দ অনুভব করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*