স্মৃতি টুকু থাক

-কাজরী গুহ

∞∞∞∞∞∞∞∞∞∞

কিছু কথা বলা হোলোনা।

কিছু কথা বলা গেলনা।

দিল সে দূর দেশে পাড়ি

পাতানো ভাব… হয়ে গেল আড়ি।

মনকে বোঝানো গেলনা

পৃথিবীর নিয়ম মানা গেলনা

শূন‍্যতা বুকে নিয়ে বেঁচে থাকা

তাও মরে যাওয়া হলনা।

আশায় বুক বেঁধে থাকা

যদি কখনও হয় দেখা

ভবসমুদ্রের ওপারে

সে কি এখনও উঁকি মারে।

এ এক গভীর নীরবতা

এ এক প্রগাঢ অনিশ্চয়তা

হয়ত দেখা হতে পারে

তবু তাকে কি ছোঁয়া যেতে পারে?

আধুনিক জীবনগাথা

টেকনোলজি ছোঁয় মাথা

তাও তো জানা গেলনা

সেই রহস‍্য ঘেরা উন্মাদনা।

তাই শুধু এটুকুই ভাবি মনে

আমি আছি তাই সেও

আছে মোর সনে।

আসা যাওয়া জীবনের তাড়না

স্মৃতি যেন থাকে এটাই বাসনা।

∞∞∞∞∞∞∞∞∞∞

পরিচিতি —

রিটায়ার্ড শিক্ষিকা বনাম লেখিকা।সাহিত‍্য সংগীতের অনুরাগী তার ই সঙ্গে তিনটি ভাষা-বাংলা,হিন্দী এবং ইংরেজিতে আছে অনুবাদ করার দক্ষতা। জন্ম সুদূর বিহারে জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে এখন কোলকাতার রাজাবাজারে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*