কূপমন্ডূক
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
সবাই সুযোগ খোঁজে ভাই
এই ঘোর কলি যুগে,
সুযোগ সন্ধানী সবে তাই
কুঁড়েমি রোগেতে ভোগে।
বিবেকহীন অবিবেচক
আজ সকল মানুষ,
অকাট মূর্খ কূপমন্ডূক
ঠকেও ফেরেনি হুঁশ।
ভোগবে মানুষ একদিন
সন্ধানীর পরিণাম,
আর নেই বেশি সেই দিন
সম্মূখে ধায় অবিরাম।
এখনো সময় আছে ভাই
হও সাবধান সবে,
বলি আমি জনে জনে তাই
শান্তি সুখে যদি রবে।
প্রতিবাদী আগুন জ্বালাও
সকল ঘরে বাহিরে,
আগ্নেয়গিরি লাভা ওড়াও
সুযোগ সন্ধানী ধরে।
থাকিও’না কূপমন্ডূকেরা
অন্ধকার কূপে চুপে,
তেড়ে ফুঁড়ে জাগো বরেণ্যরা
বিদায় জানাও কূপে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পিতা-শ্রী সন্তোষ কুমার দাস, মাতা- কল্যাণী দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে আমি- শ্রী স্বপন কুমার দাস, সাহিত্য চর্চার নিরিখে সাহিত্য কে ভালোবেসে নিজের মনের ভাবনার যথাযথ প্রতিফলন কবিতা অণু গল্পের মাধ্যমে পাঠক পাঠিকার উদ্দেশ্যে তুলেধরা ও সমাজের বিভিন্ন দিক গুলি তুলে ধরে সমাজের বিকাশ ঘটানোই মূল লক্ষ্য।