কল্পনায় বিচরণ
-মোঃ হাসানুজ্জামান
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
অসম্ভব স্বপ্ন আর কল্পনায় বিচরণ করতে গিয়ে,
ভুলে গিয়েছিলাম –
কে আমি,
কোথায় আমার অবস্থান,
আমার ভাবনার সীমাবদ্ধতা কতটুকু।
জীর্ণ কুটিরে বসবাস করে,
ধুলো মাটিতে মিশে থাকা
মানুষের সাথে মিশে,
বড় জোর পাখির বাসা,
আর সবুজ প্রকৃতি নিয়ে
কল্পনায় ভেসে যাওয়া যায়,
মনের গভীরে বেড়ে ওঠা ভালোবাসা নিয়ে।
নক্ষত্র খচিত আলো ঝলমলে রাতে,
আকাশের রূপালী চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে,
বুকের মাঝে জমে থাকা রাশি রাশি
ভালোবাসা বিলিয়ে দিয়ে,
চাঁদকে কাছে পেতে চাইলে –
এক আকাশ বিরহ বেদনা
আর এক সমুদ্র লোনা জলে ভেসে যাবে,
হৃদয়ের অলিগলি চারপাশ।
রাত শেষে চাঁদও মুখ ফিরিয়ে নেবে,
প্রতিদান হিসেবে দিয়ে যাবে-
মুঠো মুঠো নীল বেদনার অসুখ।
বাঁকী জীবনের সঙ্গী সাথী হয়ে থেকে যাবে,
সযত্নে কুড়িয়ে পাওয়া সেই নীল বেদনা।
নিরবে নিভৃতে একাকী কাঁদতে হবে আজীবন।
বুক ফাটা আর্তনাদ শুনবে না কেউ।
অসম্ভব স্বপ্ন আর কল্পনায় বিভোর হওয়ার,
উপহার হিসাবে পাওনা হবে-
শুধুই চোখ থেকে ঝরে পড়া
লোনা জল।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ
নামঃ মোঃ হাসানুজ্জামান, জন্মঃ ১লা মার্চ ১৯৮৪ ইং, পেশাঃ প্রভাষক ( ভূগোল ও পরিবেশ ), গ্রামঃ রাধাকান্ত পুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর, বিভাগঃ রাজশাহী।
খুব ভালো লেখা