স্বপন শয‍্যায়

-পুষ্পিকা সমাদ্দার

≈≈≈≈≈≈≈≈≈≈≈

সুষুপ্তিয় যেইক্ষণ আচ্ছাদিত কায়া,মৃত‍্যুর

অমোঘ বাণী শোনায় নিকষ কালো ছায়া।

ত্রিযামায় বেহাগের সুর তূর্ণ অনুরণনে,

স্বপন শ‍য‍্যায়ও উৎফুল্লতা আমি কী

পারিজাত কাননে!

মুহূর্তে করাল উগ্রাসী চক্ষুর সম্মুখে এক মূর্তিবিদ‍্যমান,

চতুর্দিকে নাগপাশী বেষ্টিত আমি মৃত‍্যু ভয়ে খান খান,

প্রবল অন্ধকার কি ভয়ংকরী তার রূপ,

বীভৎস প্রতিধ্বনি আলোরণে আমি একাকী নিশ্চুপ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি–

আমি পুষ্পিকা সমাদ্দার জন্ম ১৯৮৪ সালের ২৭ এপ্রিল, জন্মস্থান জলপাইগুড়ি জেলার মালবাজার নামক স্থানে, শিক্ষাগত যোগ‍্যতা উচ্চম‍্যধ‍্যমিক পাস বর্তমান নিবাস কলকাতার নাকতলা অঞ্চলে। সাহিত্য ভীষণ ভালো লাগে তাই সময় করে প্রত‍্যহ কিছু লেখার চেষ্টা করি কবিতা পড়তে গান শুনতে ও ভীষণ ভালো লাগে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*