আলোর পেছনের পক্ষ-বিপক্ষ
-গণেশ পাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আলোর পেছনে চলতে চলতে
ক্লান্তির মতিচ্ছন্নে কখন যেন
ঘন অন্ধকার ঘনায় ।
আলোপাখির তির্যকদৃষ্টি
লতানো লজ্জাবতী হয়তোবা ।
তবু লোকপ্রবাদের
লোকালয় কোথাও কোথাও
কী শর্তের অনুগত ?
আলোর পেছনে থাকা
সম্ভব অভিরুচি
পক্ষে-বিপক্ষে কী করে
প্রকৃতির ভেতর নদী হয়ে যায় !
তবু আলোর পেছনে
কখনো কখনো কোন কাল
বিবর্ণ স্রোতে অবরুদ্ধ আমাদের
অথচ সেই নদীতৈই তো মিশতে হয়
আলোপাখির দৃষ্টি এড়িয়ে একদিন ।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত ১০ টি । অনেক অপ্রকাশিত গ্রন্থ রয়েছে।