সেদিন হবে কবিতা
-শান্তি পদ মাহান্তী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
অন্ধ জনের ছন্দ গাঁথা
ব্যক্তি মনের ব্যক্ত কথা,
প্রেম বিরহের আকুলতা
জানি জানি নয় কবিতা।
মানুষ কোথায় এই কবিতায়?
কই কাঁদে সে মানব ব্যথায়?
জ্বলছে জীবন শোষণ জ্বালায়
সারবে জ্বলন মলম কোথায়?
আর্ত মানব কাতর ডাকে
বধির কলম নীরব থাকে,
শির বিকিয়ে স্বার্থ পাকে।
কবিতা কি বলবো তাকে?
কবিতা মোর হবে সেদিন
গর্জে কলম বলবে যেদিন,
জাগো তরুণ জাগো নবীন
গড়বো সমাজ দ্বন্দ্ব বিহীন।
নাই ভেদাভেদ সবাই সমান
সাম্যে ভাসুক বৈষম্যের বান,
কোন গোঁড়া দেয় বিভেদ বিধান?
মানবো না ভেদ হাঁকবো নিদান।
বলবে কলম জাগার কথা
উঠবে জেগে মূক জনতা,
স্বৈরাচারীর নুইবে মাথা
সেদিন হবে মোর কবিতা।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
আমি শ্রী শান্তি পদ মাহান্তী, ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি।