শৈশবের স্বপ্নভঙ্গ

-অমর দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅

বিশ্বজুড়ে মায়েদের হৃদয়ে কত যে আশা।

তাদের শিশু পাবে সকলের ভালোবাসা।

পিতামাতার স্নেহ ছায়ায় শিশু মানুষ হয়।

শিশু লয়ে স্বপ্নজাল তারা বোনে আশায়।

মায়ের ভাবনা তার শিশু হবে যে ডাক্তার।

পিতা ভাবেন তার শিশু হবে ইঞ্জিনিয়ার ।

মায়ের স্বপ্ন তার শিশু হবে দেশপ্রেমিক।

পিতার স্বপ্ন তার শিশু হবে দুরন্ত নির্ভীক।

মা বাবার এই আশা-নিরাশার দোলাচলে,

বহু শিশু হারিয়ে যায় গভীর অতল তলে।

এক শিশু থাকে গগনচুম্বী অট্টালিকায়।

অন্য শিশুর হয় ঠাঁই ঐ পথের ঠিকানায় ।

শিশুরা নাকি দেশের ভবিষ্যত বলা হয়।

তবে কেন ঐ ছোট্ট শৈশব হয় ক্ষুদাময়?

অভাব তারে করে দেয় সেই শিশু শ্রমিক।

যেই শিশু হতে পারতো এক দেশপ্রেমিক।

সুশিক্ষায় যে শিশুরা হতো এক শিক্ষক।

শিশু শ্রমিক করে তারে যারা দেশরক্ষক।

যে শিশু হতে পারে এক মহান সুশাসক।

রাষ্ট্রীয় ব্যবস্থায় সে শাসকের ক্রীড়নক।

নিষ্ঠুর পশুরা শুধু নিজের স্বার্থের তরে,

বানায় ভিখারী শিশুরে বিকলাঙ্গ করে।

ফুলের মত ছোট্ট শিশু লয়ে স্বপ্ন মায়ের,

উন্নত শিরে মুখোজ্জল করবে সমাজের।

অভাবের তরে শিশু অকালে ঝরে যায়,

হারায় সে শিক্ষাদীক্ষা তার স্বপ্নভঙ্গ হয়।

মানবতাবাদী আছো যতো এ বিশ্বজুড়ে।

শিক্ষার আলো দাও শিশুর দুচোখ ভরে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

::কবি পরিচিতি::

কবি পরিচিতি:-নাম কবি অমর দাস।জন্ম ১৪/০৪/৫৯ তারিখে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন কুসুম সাহিত্য পরিবার,দেশ পত্রিকা (অনলাইন),পথের পাঁচালী, জাতীয় সাহিত্য সংসদ, নতুন ভোরের সূর্য, উজান প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে দের হাজারের বেশি সাম্মানিক সনদ পেয়েছি।মে সম্মাননা গুলি পেয়েছি তার স্বল্প কথায় শেষ করা সম্ভব নয়। তাই অল্প কিছু গুরুত্বপূর্ণ সম্মাননার কথা উল্লেখ করছি।

পারিজাত সাহিত্য পত্রিকা থেকে আমি পেয়েছি শঙ্করী নাথ সাহিত্য স্মৃতি পুরস্কার ২০২২,লক্ষীনারায়ন সাহা সাহিত্য স্মৃতি পুরস্কার ২০২১,পারিজাত সাহিত্য গৌরব সম্মাননা ২০২০/২০২১/২০২২,প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা থেকে পেয়েছি প্রাঙ্গণ সাহিত্য রত্ন সম্মাননা ২০২২., কুসুম সাহিত্য পরিবার থেকে পেয়েছি কুসুম সাহিত্য বিতান সম্মাননা ২০২২. গোধুলির মন্থন সাহিত্য পরিবার থেকে পেয়েছি গোধূলির অর্ঘ্য সাহিত্য সম্মাননা ২০২২. এছাড়া বিভিন্ন সাহিত্য পরিবারে প্রতি সপ্তাহে নতুন নতুন কবিতা পোস্ট করে সিংহভাগ ক্ষেত্রে সাপ্তাহিক প্রথম স্থান পেয়ে এসেছি কয়েক বছর ধরে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*