গোলাপ-কাঁটা
-আশরাফুল ইসলাম
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
বিজিবি বিজিএফ নিচ্ছিদ্র পাহারায়
আর ফেলানীর ঝুলন্ত লাশ
সাম্যের নিশান ওড়ায়;
এপারওপার কাঁটা তারের বেড়ায়!
অধিকারের বাস্তুভিটায় ঘুঘু চরে
বেদনার রংতুলিতে-
সোমালিয়া ইথুপিয়ার ক্ষুধার্ত হাড্ডিসার শিশুর তৈল-চালচিত্র
দুর্ভিক্ষের জলছবি আঁকা
অজাত শিল্পীর অমর ক্যানভাসে!
বিদগ্ধ হৃদয়!
যান্ত্রিক সভ্যতা দানবিক উত্থান
নৈতিক অবক্ষয়
মানবিক বিপর্যয়!
কাব্যের শরীর জুড়ে সুরি-ঘা
প্রতিবাদহীন কবির কষ্টগাঁথা
জরা গ্রস্ত বন্ধ্যা ছন্দ মাত্রা
মানসিক খরায় চৌচির সবুজ মাঠ
ধানের চেয়ে অধিক চিটা
বিষ বৃক্ষে ভরা মনের উঠোন
প্রত্যাশার বাগানে গোলাপ-কাঁটা!
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
আশরাফুল ইসলাম গ্রাম-ধোরসা থানা- মোহনপুর, রাজশাহী। জন্ম-২১/৮/১৯৭৩ইং এনজিওতে কর্মরত। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগী। জীবন দর্শন ধর্ম দর্শন মনজস্তাত্ত্বিক সমসাময়িক সামাজিক অসঙ্গতি ইত্যাদি লেখার উপজীব্য বিষয়। যৌথ কাব্য চারটি। একক কোন কাব্যগ্রন্থ বের হয়নি। অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি চলমান। বিভিন্ন গ্রুপ হতে ক্রেস্ট এবং সম্মাননা একাধিক।