কদাকার রূপে সাজ

-মোঃ শাহ্ জালাল বিল্লাহ্

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

যা ভাবি তা-ই করি, সাহসে খুব নড়িচড়ি,

ডর-ভয় আমি কভু করি না;

কানকথা ফিস্ ফিস্, মুখে মধু আঁতে বিষ,

বুঝেও সব কথা ধরি না।

পেটে ক্ষুধা চোখে লাজ, কদাকার রূপে সাজ,

জানি এটা বড় এক ছলনা;

মুখে রাখো মনে নেই, সুখে আছো দুঃখে নেই,

তবুও সত্যটা বলো না।

রাতে ভাবি দিনে শেষ, ভাবনার কী সমাবেশ!

এটা তো কভু নয় ভাবনা;

মনে মনে কথা বলি, ভোলা মনে পথ চলি,

সোজা পথ কখনো কি পাবো না?

আশায় আশায় দিন গুণি, সফলতার জাল বুনি,

ভাগ্যটা যদি থাকে নাগালে;

স্বপ্নে রোজ বাঁধি বাসা, পূর্ণ কি হবে আশা?

হবে না, মাথাটাকে রাগালে।

ভালো কাজে তালি নাই, বিদ্রূপের গালি পাই,

শয়তানের পাল্লাটা ভারি যে;

রোজ রোজ ভাবি তাই, ভাবনার শেষ নাই,

মন বলে উজানেই পাড়ি দে।

বন্ধু বলে ভাবি যারে, মাঝে মাঝে হাঁক মারে,

সাহায্যের হাত দেয় বাড়িয়ে;

দেখে সব ঘুরে ঘুরে, নিজ পেট আগে পুরে

ধান্দাবাজির মাত্রা যায় ছাড়িয়ে।

কথা বেশি কাজ কম, ফিটফাট, মনোরম,

সুযোগের অপেক্ষায় থাকে সে,

মাথা ঝাঁকায় লেজ নাড়ে, ঝোপ বুঝে কোপ মারে,

লুফে নেয় স্বার্থটা নিমিষে।

সিঁধ কেটে ঢুকে চোর, লুটে নেয় বড় জোর,

সোনা,গয়না,টাকা-কড়ি,শাড়ি সব;

কলম হাতে বড় ত্রাস, এক খোঁচাতে করে গ্রাস,

কখনো কি হয়েছে এই অনুভব?

মুখোশ পরা সভ্যজন, নিত্য করেন লুণ্ঠন,

সবই জায়েজ! এ তে কোনো বাধা নেই,

ছোট ছোট চুরি করে, জেলের ঘানি টেনে মরে,

বিচারের বাণী কেন যেই সেই?

চলছি মোহে এঁকেবেঁকে, কী হবে আর বেঁচে থেকে!

সত্যটা যদি ঠাঁই নাহি পায়;

যতই বলি ঘুরে ঘুরে, নীতিকথার ধুলি ছুঁড়ে,

পারবো কি এড়াতে এর দায়?

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

মোঃ শাহ্ জালাল বিল্লাহ্, সহকারি অধ্যাপক, তজুমদ্দিন সরকারি কলেজ, তজুমদ্দিন, ভোলা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*