বিস্ময় জাগে

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈≈

প্রতিদিন চুরি হয় পৃথিবীর বৈভব

দুর্বিসহ প্রলাপে ঢাকা রোজনামচার সমাচার ,

যে যার মত নিজের তাগিদে ছুটছে অবিরত

আয়ুষ্কাল উবে যায় কর্পূরের মত কেউ নেই বোঝার ।

প্রতিদিন চুরি হয় নাবালকের শৈশব

আধুনিক শিক্ষার আড়ালে লুকানো ছলনা ,

হাজার প্রশ্নেরা শুধু স্লোগানে সীমাবদ্ধ

কেউ বুঝলো না আগামীর কী নির্মম যন্ত্রনা !

প্রতিদিন চুরি হয় সত্যের বাস্তব অস্তিত্ব

ভাবে না কেউ দুরহ পরিণতির করুন কাহিনী ,

কত ক্ষোভ ! নিভে যায় জীবন্ত দলিল হয়ে

কোন প্রতিবাদ আজও সেভাবে গর্জে ওঠেনি ।

প্রতিদিন চুরি হয় চেতনার লজ্জাবস্ত্র

জ্ঞান , বিবেক , তবু যেন অথর্ব নিরব দর্শক ,

কত জল ভেজায় দুখিনীর বিদীর্ণ বক্ষ !

বহাল তবিয়তে মত্ত এযুগের দুর্জয় ধর্ষক ।

প্রতিদিন চুরি হয় মেহনতীর কালঘাম

মিথ্যাচার তবু দাপিয়ে করে অকাল বোধন ,

কত স্বপ্ন মিশে যায় অন্ধকারের চোরা স্রোতে

বিস্ময় জাগে ! কী করে করবো এতসব সংশোধন ?

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ-

পীতবাস মণ্ডল , জন্ম সুন্দরবন অঞ্চলের এক প্রত্যন্ত গ্ৰাম – যোগেশ গঞ্জ । পেশায় একজন দিনমজুর। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা ও কাব্য সাথীদের সহানুভূতি পেতে কিঞ্চিত প্রচেষ্টা মাত্র।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*