আয় বৃষ্টি নেমে
-শিবানী সাহা
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
জ্যৈষ্ঠ গেলো আষাঢ় এলো
তবুও বৃষ্টির দেখা নাই,
বৃষ্টি তুই কোথায় লুকিয়ে
আজকে তোকে চাই-ই চাই।
গ্ৰীষ্মের দাবদাহে জ্বলছে ধরণী
মেঘ বালিকার দেখা নাই,
ঝলসে গেছে সবুজ প্রকৃতি
স্নিগ্ধ সতেজ হতে বৃষ্টি চাই।
মাঝে মাঝে মেঘের আনাগোনা
তবুও হচ্ছে না আজ বৃষ্টি,
অসহ্য গরমে হাঁসফাঁস করছে প্রাণ
প্রকৃতিতে একি অনাসৃষ্টি।
দোষ দেবো আজ কাকে বলো
নিজেদের দোষে কষ্ট পাই,
নির্বিচারে প্রকৃতিকে করেছি ধ্বংস
আর তো বাঁচার উপায় নাই।
চাষের জমি ফুটিফাটা আজ
দিনে দিনে কত ফসল হচ্ছে নষ্ট,
চিন্তিত চাষীর ঘুম গিয়েছে উড়ে
পাওনাদারের দেনা মেটাতে হবে কষ্ট।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসি। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে।