বসুন্ধরা
-শান্তি দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
সৃষ্টির একি লীলা ভুবন জুড়ে মোদের এই ভূমিতে,
এদেশ আমার তোমার সকল দেশের সেরার সেরা,
আমাদের বসুন্ধরা শস্য শ্যামলা ফসলে প্রকৃতির সৌন্দর্য,
প্রকৃতির সাজে খুশিতে বিভোর নব নব উল্লাসের ধারা।
বছর ঘুরে আসবে নতুন ফসল সকলের মন,ভরবে আনন্দে,
মোদের দেশ ফসলে সবুজে ঘেরা অপরূপ রূপে ভরা।
সকালের সূর্যোদয় আর পাখির ডাকে ভাঙে ঘুম,
সারাদিনের কোলাহলে পাখিরা সন্ধ্যায় নীড়ে ফেরা।
কি অপরূপ দৃশ্য মোদের এই বসুন্ধরার রূপের খেলা।
চারদিকে সবুজে সবুজ ফসলে কি অপরূপ সুন্দর।
ভোরের আলো পড়তেই কৃষক লাঙ্গল জোয়াল হাতে,
চাষিরা চাষ করে আনন্দে সারাদিন খাটে।
নদী নালা খাল বিল অপরূপ রূপে সজ্জিত এই বসুন্ধরা,
যেন খুশিতে বিভোর প্রকৃতির সাজানো রূপ মাধুর্যে।
মাঠে মাঠে ধানের শীষ হাওয়াই দুলছে চাষির মুখে হাসি,
প্রকৃতি নতুন রূপে অবিরাম সরবে খোলা আকাশের নীচে।
বিপরীত প্রবাহে বইছে জলধারা স্রোতের গতির ডাকে,
জীবনের গতি ও আমাদের অজানা নানান পথে চলতে।
গন্তব্য কোথায় শুধু চঞ্চল বসুন্ধরা অজানা সুখের খোঁজে,
আর আমাদের স্বপ্ন ভেসে যাওয়া দিনগুলো ভেসে যাচ্ছে আকাশের বুকে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
শান্তি দাস, এম এ এডুকেশন (শিক্ষাবিজ্ঞান), কল্যাণী বিশ্ববিদ্যালয় (নদীয়া), সরকারি বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা, খোয়াই,জাম্বুরা আগরতলা,ত্রিপুরা