সংকট
-বিপ্লব শামীম
≅≅≅≅≅≅≅≅≅≅≅
সংকট আর মহাসংকট
এক বিনাশী শব্দ,
একে অতিক্রম করতেই হয়
দিন ক্ষণ যুগ এমনকি শত অব্দ!
প্রতিনিয়তই সংকটে পড়ি
কতোইনা তার বাহার,
সব সংকটের খারাপ সংকট
মানুষের দু মুঠো আহার!
কারো সংকট অর্থে
কারোবা সংকট আবাস,
কারো সংকট ভাবমূর্তিতে
কারো সংকটে বিশ্বাস!
কারো সংকট আস্থায়
কারো সংকট স্বস্তিতে,
কারো সংকট কর্মে
কারোবা সংকট অস্তিত্বে!
সংকট কখনো ব্যক্তিক
কখনোবা সংকট রাষ্ট্রীয়,
ব্যক্তি সংকটে ভোগে পরিবার
রাষ্ট্রীয় সংকটে ক্ষতি অপূরণীয়!
সংকট কখনো বৈষয়িক
সংকট কখনোবা পাতানো,
বৈষয়িকের ভুক্তভোগী সবাই
পাতানো সংকট হয় চাপানো!
নিস্তার নেই এই সংকট থেকে
জীবন যতক্ষণ থাকে,
মোকাবিলাই একমাত্র পথ
অবহেলায় সবাই ভোগে!
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।