প্রাণের রসদ
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
সবুজ হোক এ ধরা, গাছ লাগাবো ত্বরা
গাছের মতো বন্ধু নাই রুদ্ধ হবে খরা।
গাছের শিকড় মাটি ধরে রাখে হয়না উষর
বৃক্ষের পাতা ঝরে তলায় সারা বছরভর।
সেই পাতাগুলো প’চে গিয়ে মাটিতে মিশে যায়
উর্বর করে মাটির গুন গাছের খাদ্য জোগায়।
উদ্ভিদেরা বাঁচে যতদিন সবই দান করে অন্যকে
গাছ নিজেই নিজের খাবার জোগাড় করে থাকে।
নির্গুন নয় কোন গাছই সামান্য হলেও উপকারী
অনাদরে জন্মানো আগাছাও যদি চিনে নিতে পারি।
ছোট্ট ছোট্ট চারাগাছে রোজ একটু দিলে জল
ধীরে ধীরে উঠবে বেড়ে ধরবে ফুল , ফল।
খাদ,বস্ত্র,বাসস্থান থেকে কত ঔষধ সরবরাহ
প্রাণবায়ুর জোগান দিচ্ছে প্রতিক্ষণ,প্রত্যহ।
সবুজ সয়না হঠকারিতা প্রমান হচ্ছে প্রতিদিন
প্রতিক্ষণে তবু ভুলে যাই সবুজের সেই ঋণ।
একটি গাছও কাটবো না লাগাবো নতুন চারা
সবাই সাধ্যমতো যত্ন করবো সবুজ হবে ধরা ।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।নমস্কার, ধন্যবাদ।