বেঈমানি বড় পাপাচার
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ভালবাসার দুনিয়ায় বেঈমানি ভালবাসা ঘিরে,
বড় কষ্ট প্রাণে, যায় যেন হৃৎপিণ্ড ছিড়ে।
প্রেয়সী বলি যারে, সেইতো নাগিনী রূপে মনে,
মরণ ছোবল হানে ভুবনে অতি গোপনে।
পরকীয়া প্রতারণা লুকোচুরি ঘেরা এ দুনিয়ায়,
তৃতীয় পক্ষের ইন্ধনে সংশয় মনন ভাঙ্গায়।
সংসার বিনাশ হতেই যেন জীবনের নাভিশ্বাস,
করি কারে আপন, করি কারে অবিশ্বাস।
যে ভালবাসায় বেঈমানি, কে বলে ভালবাসা,
সবই যে ভাবাবেগী মনের মোহ-স্বপ্নাশা।
শ্রী বোঝা গেলেও যায় না মানা, যায় না বলা,
আপন হয়ে খেলে বুকে ছলাকলা খেলা।
পড় আতশি কাচ নিয়ে, অণুবীক্ষণ যন্ত্র নিয়ে,
প্রতি হৃদপিণ্ডের অন্তর্লিপি জীবন দিয়ে।
হীনস্বার্থবাদে শান্তি পাবে কোথা ঘরে বাহিরে,
বিশ্বাস না হয় খুঁজে দেখো আপন নীড়ে।
সৃষ্টির শুরু হতে এযাবত মানব ইতিহাস বলে,
বড় কষ্টকর, আপন মানুষ বেঈমান হলে।
হতাশার বিষণ্নতার বুকে লুটিয়ে পড়ে বিশ্বাস,
সত্যের পরাজয়ে জীবন সংসার সর্বনাশ।
বেঈমানি বড় পাপাচার, এমনি বড় ক্ষতিকর,
করতে পারে ধূলিসাৎ, রেশ বড় ভয়ঙ্কর।
ক্ষমা নেই বেঈমানে, হোক সে আপন কি পর,
প্রয়োজনে বুঝে শুনে বাঁধ মননশীল ঘর।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।