গৌরী সেন
-শ্রী স্বপন কুমার দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
লাগে টাকা দেবে গৌরী সেন
লেগে পড় কাজে কোলাব্যাঙ।
ভাগ্য দুর্ভাগ্য নিজের হাতে
গড়ে ফেল সুখ দুধে ভাতে।
দাদা দিদির অভাব নেই
সুযোগ বুঝে মারিস খেই।
ঘুরে ফিরে আসে মিষ্টি মধু
সময় নষ্ট করিস’না চাঁদু।
আনবি যদি ঘরে নববধু
সময় আগত সাজ সাধু।
দিবা রাত্রি হাত জুড়ে থাক
মন্দ বাক্যে চোখ বন্ধ রাখ।
হাসি মুখে সদাই তাকাস
চমৎকার ভাব দেখাস।
মনের স্বাধ হবেই পূরণ
রবে’না ঘরে ঘোর অনটন।
সুযোগ বুঝে হাতটি পাকা
বিনা ব্যয়ে কোটি কোটি টাকা।
গৌরী ভাগ্যে লক্ষ্মী আগমন
পিতৃপুণ্যে কর আচমন।।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি=
আমি শ্রী স্বপন কুমার দাস, পিতা-সন্তোষ কুমার দাস, মাতা- কল্যাণী দেবী, গ্রাম +পোস্ট +থানা= গোপীবল্লভপুর/জেলা= ঝাড়গ্রাম (পশ্চিমবঙ্গ, ভারত) আমার লখা কবিতার মাধ্যমে যদি শতকরা দশ শতাংশ সমাজ সচেতন হয় তাহলেই আমার লেখা সার্থকতা পাবে।ধন্যবাদ জানাই আমার সকল পাঠক বৃন্দকে।