ছেলেও আমি বাবাও আমি
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
একদিকে ছেলেও আমি
অন্যদিকে বাবাও আমি
দু’দিকে আমার অবস্থান,
উভয় দিকে আমার সহাবস্থান।
ছেলে হিসেবে বুঝি বাবার মন,
বাবা হিসেবে বুঝি ছেলের মন।
মোটকথা আমার বুঝার ক্ষেত্রটা
হলো দুটি মনের সমন্বয়ে মিলন।
ছেলে হিসেবে আমি বুঝি
বাবার প্রতি ছেলের দায়িত্ব ও কর্তব্য কী?
বাবা হিসেবে আমি বুঝি
ছেলের প্রতি বাবার দায়িত্ব ও কর্তব্য কী?
এভাবে আমার মত সকল ছেলেরা বুঝে,
এভাবে আমার মত সকল বাবারা বুঝে।
আসল কথা হলো ছেলে হিসেবে
ছেলের দায়িত্ব ও কর্তব্য পালন করা,
বাবা হিসেবে বাবার দায়িত্ব ও কর্তব্য পালন করা।
কিন্তু আমরা কী সেই
দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি?
হয়তো কিছু কিছু পারি
হয়তো কিছু কিছু পারিনা।
তবুও ছেলে হিসেবে হোক নতুবা
বাবা হিসেবে হোক আমরা
দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করি।
শতভাগ দায়িত্ব ও কর্তব্য পালন করতে
না পারলেও অন্ততঃ কিছুটা হলেও
আমরা ছেলে কিংবা বাবা হিসেবে
দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা,মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড- ২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড -২০২৩ সম্মানে ভূষিত হন।