যদি চাই

-অভিজিৎ হালদার

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

যদি চাই আকাশের মেঘের মতো উড়তে

এখানে সমুদ্র ওখানে পাহাড় মরুভূমি

সবই যেন জন্মভূমি মানুষের জন্য….

কবিতার জন্য এই আমৃত্যু উপলব্ধি

চোখের হিসেবে নক্ষত্র তারা জোনাকির বাতিঘর

কোনো আবছায়া প্রেয়সীর মতো লাগে।

যদি চাই প্রেমিক হতে

ঘাসের শিরদাঁড়ায় দাঁড়িয়ে বিশ্বযুদ্ধ পার করতে

আমরা সবে নীল বাংলার নাগরিক

স্বপ্নভরা হৃদয় বয়ে চলে ক্রমাগত শেষের দিকে।

এই পারাপার জীবন ঈশ্বর সমবেদনা

যা হারায় তা পাওয়া যায় না সহজে

যদি মেঘের রঙে জীবন ভরিয়ে নেওয়া যেত

তবে জীবনও পরিবর্তনশীল হতো

কেননা মেঘেরাও রঙ বদলায়।

যে গানে সুর নেই

নেই হিংসার কথাকলি

কি হবে সে গানে মন ভরিয়ে

আমরা তো নিজেরাই পরবাসী।

মন চাই ভালোবাসতে, হৃদয় তবু চাইনা সঙ্গ দিতে

কারো পরামর্শ কাজে লাগে না – যেন পুরোটাই বিষাক্ত নীতি।

মেনে নেওয়া যায় না ব্যর্থতার শত কাহিনী

চরিত্র বদলায় তবু ভূমিকা একই থাকে

নিভে গিয়েও যে বাতি দিয়ে যায় আলো

সে দূরত্বের সমাপ্তি ঘটে চোখের মণি ভেদ করে

পরে সেই কাহিনী ইতিহাস হয় নব কাহিনীর প্রাক্কালে।।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

লেখক –

লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। ছোটো থেকেই বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকে। লেখকের প্রথম কবিতার বই -” প্রথম আলো”(২০২১)। বর্তমানে লেখক সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*