মরুভূমির অপেক্ষায়

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কার্বন ডাই অক্সাইড

এর বাড় বাড়ন্ত….!!

জরাগ্রস্ত পৃথিবী পৃষ্ঠ

অক্সিজেনের অভাব,

বৃক্ষ ছেদন জল অপচয়

পৃথিবীর মানুষের স্বভাবে,

পৃথিবী ধ্বংসের দিকে

ক্রমাগত ধায়…!!

বুঝেও অবুঝ পৃথিবীর মানুষ

নিজের পায়ে নিজেই কুঠার হানে,

উগ্র নয়ন ভানুর দেখেও

ভয় ডর নাই কারোর মনে!

মানুষের ক্রমাগত অবনতি দেখে

বৃষ্টিরানী পৃথিবী থেকে চিরতরে,

নিতে চায় বিদায়।।

বিধাতার রোষে পড়েছে পৃথিবী

অকৃতজ্ঞ সকল নরের কারণ,

পৃথিবী বক্ষে অঢেল খাদ্য থেকেও

হিংসা স্বার্থ লোভের কারণে,

মানুষ সমাজ ধ্বংসের দিকে ধায়….!!

জীবকুল সকল বিনাশের দিকে

দিন দিন ক্রমাগত এগিয়ে চলে।

উষ্ণায়ন জল কষ্টে একদিন,

হৃৎপিন্ড স্তব্ধ হবে,বন্ধ হবে শ্বাস প্রশ্বাস..।।

সময় থাকতে না হলে সাবধান,

পৃথিবী একদিন হবে’ই হবে মরুভূমি…!!

সেই দিনের আর নেই বেশি দেরি

জেনে শুনেই,সকল অকৃতজ্ঞ নরকুল,

মরুভূমির অপেক্ষায় সবাই….!!

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি =

শ্রী স্বপন কুমার দাস, পিতা=সন্তোষ কুমার দাস, মাতা= কল্যাণী দেবী। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা তে আমার জন্ম ১৬/০৪/১৯৬৩ সালে। কবিতা লেখা আমার একটি শখ,১৯৭৮ সাল থেকে অনেক কবিতা লিটল ম্যাগাজিন থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা আমার লেখা প্রকাশ করেছে এবং বিভিন্ন গ্রুপের সাহিত্য পত্রিকার সাথে আমি যুক্ত আছি।সমাজ চেতনা মুলক কবিতা সাধারণত লিখতে পচ্ছন্দ করি ও সমাজের বিভিন্ন নোংরা দিকগুলি আমার লেখার মাধ্যমে তুলে ধরি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*