পাহাড়ি কন্যা
-মালা রানী পাল
∞∞∞∞∞∞∞∞∞∞
নামটি আমার ঝুমুর আছে
পাহাড়ি কন্যা আমি ,
নেচে গেয়ে বেড়াই ঘুরে
নই তো আমি দামী।
সুন্দরী আমি নই দেখতে
গায়ের রং কালো ,
যে যা,বলে বলুক আমায়
সাজতে লাগে ভালো ।
ঝিনুক মালা গলায়,আমার
কানে দেই দুল ,
হাতে দেই রেশমী চুড়ি
নাকে নাক ফুল ,
খোঁপায় লাগাই লাল ফুল
রুপার খাড়ু পায়ে ,
সাজি আমি মনের মত
কপালে টিপ দিয়ে ।
আঁখি দুটোও বাদ,রাখি না
কাজল এঁকে নেই ,
লাল রং এর পোষাক পড়ে
কোমড়ে বিছে দেই ।
মনের মত সেজে আমি
পাহাড়ে ঘুরে বেড়াই ,
আকাশ বাতাস সবাইকে
মনের কথা জানাই ।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
মালা রানী পাল, পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা বিভাগ, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী , শেরপুর, বাংলাদেশ। ১৯৮৬ ইং সাল থেকে লেখালিখি শুরু । এ পর্যন্ত ১৪ টি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে ।