আমাকেই খুঁজে পাবে

-মোঃ হাসানুজ্জামান

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

আমার কথা খুব বেশি মনে হলে,

রাতের আকাশে চোখ মেলে চেয়ে দেখো,

নীলিমায় জ্বলে থাকা তারাদের মেলায়,

এক পলক দেখার আশায় –

আমাকে খুঁজো,

দেখবে- সেখানে তারা হয়ে আছি আমি ।

অমাবস্যার রাতে ঘোর অন্ধকারে,

কিছুই দেখতে পাবে না যখন দু চোখে ,

সেই ঘন অন্ধকারে খুঁজলে আমাকে পাবে।

দিনের আলোয় সূর্য কিরণ বিকশিত হলে,

দুনিয়ার সমস্ত মানুষ যখন কর্মব্যস্ত হয়ে পড়বে,

কর্ম ক্লান্তির মাঝে আমাকে খুঁজো,

সেখানেও আমাকে পাবে।

ঘন বনের মাঝে বড় বড় বৃক্ষের,

গাঢ় সবুজের মাঝে আমাকে খুঁজে দেখো,

সেখানেও দেখবে সবুজ হয়ে মিশে আছি আমি।

নদীর ঢেউয়ে মাঠ ঘাট প্রান্তরে,

রাখালের বাঁশির মিষ্টি মধুর সুরে,

অবারিত ফসলের ক্ষেত খামারে,

যেদিকেই তাকাবে তোমার দুচোখ মেলে,

সেদিকেই আমাকে খুঁজে পাবে।

মনের মধ্যে জমে থাকা রাশি রাশি ভালোবাসায়,

কামনা বাসনা আবেগী চাওয়ায় আমাকে পাবে।

দুঃখ কষ্ট বেদনার মাঝে বৃষ্টির ফোটা

রোদের ছটা সুখ-শান্তি আনন্দ-উচ্ছ্বাসে

হৃদয়ের গভীর অনুভবে, আত্ম-তৃপ্তিতে,

ব্যস্ত শহরে গ্রামে গঞ্জে বনে জঙ্গলে

নদীর পাড়- সমুদ্র সৈকতে স্বপ্নে বাস্তবে,

তোমার জীবনের প্রতিটি রন্দ্রে রন্দ্রে,

যেখানে যেভাবেই খুঁজবে-

সেখানেই শুধু আমাকে খুঁজে পাবে।

আমাকেই খুঁজে পাবে–

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ

মোঃ হাসানুজ্জামান, পেশাঃ প্রভাষক (ভূগোল ও পরিবেশ ), রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, জন্মঃ ১লা মার্চ ১৯৮৪ ইং গ্রামঃ রাধাকান্তপুর, পোস্টঃ বেরিলাবাড়ী, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, রাজশাহী। ঢাকা । বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*