নতুন দৃষ্টি

-চন্দ্রানী

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

সাত পাকে বাঁধা পড়িনি তোমার সাথে

তবু তোমার পুরুষালি বুকে বাঁধা পড়েছি আমি ।

সাত পা হাটিনি তোমার সাথে ,

কিন্তু তোমার দৃপ্ত পৌরুষত্বে বাঁধা পড়েছি আমি।

সাত বার ঘুরিনি তোমায় ঘিরে ,

তবু সাতশ বার কেঁপেছি তোমার বাহুডোরে

শুভদৃষ্টি তে দেখনি আমার দিকে

শুভ খন এসেছে তবু বার বার

সাত পা হাঁটলে শুনেছি বন্ধু হয়

তবে কি আমি তোমার বন্ধু নয় ?

যে নৌকো করে ভাসো তুমি

আমি শুধু তার পলকা ছই।

সাত পাকে বাঁধা পড়িনি তোমার সাথে

তবু সাতশ জনমের ভালোবাসায় জড়িয়ে

আমি তোমার পাশে রই।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

ছোটো থেকে কবিতা পাঠ, গান করা , নাটক করা এগুলোর প্রতি আগ্রহ ছিল । জন্ম কলকাতায় তবুও আদি বাড়ী মুর্শিদাবাদ জেলার বহরমপুরে হওয়ায় ওখানকার জল হাওয়া তে মানুষ । দাদু , বাবা , কাকাদের নাটক দেখতে দেখতে অনুপ্রেরণা । কাশিমবাজার রাজবাড়ীর সঙ্গে যোগাযোগ , তাই স্বাভাবিক ভাবে সাহিত্য চর্চা বাড়িতেও ছিল , বাবা আবৃত্তি শেখাতেন , নাটক শেখাতেন। আমি সেই সঙ্গে ছন্দ মিলিয়ে কিছু লেখার চেষ্টা করতাম । ক্লাস VIII থেকে প্রথম লেখা কবিতা বন্ধু দের মাঝে শোনানো। সেই শুরু। গুরুদেব কে সঙ্গী করে পথ চলতে চলতে ভালোবাসা গভীর হয় আরো সাহিত্যের প্রতি । অধিক পরিচয় কিছু নেই । আছে শুধু কবিতা কে ভালোবাসা । নমস্কার

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*