কান্নার অন্তঃধ্বনি

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

নীরবে নিশিতে একাকী বিমগ্ন জাগরণ,

স্মৃতিময় দুঃস্বপ্ন গ্রথিত মননে আমরণ।

কান্নার অন্তঃধ্বনি,

চির অব্যক্ত ধরণী।

হিমবাহ কি তাপদাহে হবে না অনুভূতি,

জীবন আজ প্রশ্নাতীত বিস্মিত বিমূর্তি।

নিষ্ঠুর মায়াবী পৃথ্বী মানতে কেন ভাবনা,

বৃথা এত বিরাগ, এত না মানার যাতনা।

সত্যাদি শাশ্বত অম্লান,

স্বাভাবিকতা বহমান।

শান্তি সুখের পারদ যদি নাই ওঠে নামে,

নীলকণ্ঠে কেঁদে নিও তবে নির্জন ধামে।

ব্যোম কাঁদে পাহাড় কাঁদে জল ঝরিয়ে,

ভবনদী কাঁদে গতিহারা স্রোতে হারিয়ে।

দিগন্ত প্রকৃতি সাথী,

ফুল পাখি সমব্যথী।

চোখের জলে মাটির কোলে কথা বলে,

রিক্ত ভালবাসা সিক্ত বেদনা সুপ্তানলে।

অবুঝ মন সবুজ বলে ভাবে স্বপ্ন দেখে,

আঁকে জীবনচিত্র নিজ মত সব রেখে।

সবকিছু নয় অনুকূল,

কিছু সর্বদা প্রতিকূল।

ভুলে যায় ক্ষণতরে সত্য বাঁধা যে সদায়,

জীবন কষ্টকর, সুখ-দুঃখ হাসি কান্নায়।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*