আষাঢ়ের দূত কদম ফুল

-অনিল কুমার পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কদম ফুল আষাঢ়ের আগমন বার্তা জানিয়ে দেয়,

ঘনঘরো বর্ষায় গাছে থোকায় থোকায় দোল খায়।

কৃষ্ণ কদম্ব ডালে বাঁশি বাজায় মধুর সুরে,

মেঘনায় জল আনিতে যাই সখীগন সাথে রাধা সুদূরে।

কদম ফুলের সুমধুর ঘ্রাণ মন করে আনচান,

আষাঢ়ের বর্ষণ মেঘের গর্জন ঘুমের ঘোরে চনমন।

গোলাকার ফুলে দন্ডায়মান পাপড়ি সাদা হলুদের সমাহার,

সজিবতা ফিরে পায় বর্ষায় জলের ধারায় কি মনোহর।

নয়ন না কারে কদম ফুলের বাহারে সবার মুখে আ-হারে,

বর্ষায় অপরূপ শোভাময় কৃষ্ণ কথা সুধায় কি যে বাহারে।

মঞ্জুকেসীনি নয়ন হরিণী অপরূপ শোভা ডালের পাতার মাঝে,

বৃষ্টির ফোঁটা পাতায় নুইয়ে ঝরে পড়ে ফুল মঞ্জুরিতে সাজে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল, তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১৯৬৬ সালের দশ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে অবসরে লেখা লেখি করে থাকেন।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*