নীল শাড়ি
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈≈
নীল শাড়ি মন কাড়ি
নিলো নীল পাখি
রূপ মুখ মন সুখ
মোর অঙ্গে মাখি।
উড়ে চুল ঝরে ফুল
মনে জাগে প্রীতি
এতো যশ হলে বশ
রবে শুধু স্মৃতি।
তুমি মোর প্রেম ভোর
প্রেম যদি দাও
ওগো প্রিয়া মন দিয়া
কাছে তুমি নাও।
নীল শাড়ি মন কাড়ি
মন কথা কও
কাছে এসে ভালো বেসে
পাশে তুমি রও।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ, লেখক ও শিক্ষক, মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। কবি সবসময় নবীন ও প্রবীন লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে অণুপ্রেরণা দেন।