তোমার হয়ে থাকতে চাই

-মোঃ হাসানুজ্জামান

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

আমি অনেক বছর ধরে-

নিরিবিলি জীবন যাপন করছি,

আমার চলায় বলায় অনেক ভুল হবে,

আমার ভুল গুলো ভুল না ধরে শুধরে নিও।

আমি তোমার কাছে কিছু চাইতে পারি না,

তার মানে এই নয়-

আমার মন তোমার কাছে কিছু চাই না।

তোমার মুখের কথা শুনতে আমার খুবই ভালো লাগে,

তোমাকে দেখতে মন চাই,

তোমার মুখের মিষ্টি হাসি দেখতে মন চাই।

তুমি লম্বা না খাটো,ফর্সা না কালো

চিকন না মোটা,

এতে আমার কোনো মাথা ব‍্যথা নেই,

আমার শুধু তুমি হলেই চলবে,

আমার শুধু তোমাকে চাই।

তুমি বলো না –

আমি ভালোবাসতে জানিনা,

তোমার কথা একদম ঠিক।

কিন্তু তোমাকে সব সময় ভাবতে পারি,

তোমার খুশিতে হাসতে পারি,

তোমার কষ্ট হলে কষ্ট পায়,

তুমি যেমন তেমনই আমার চাই,

তবুও তোমাকেই চাই।

তার জন‍্য যতোদিন লাগে-

নিজেকে পরিবর্তন পরিশোধন করে,

তোমার মনের মতো হয়ে উঠতে,

ততোদিন পযর্ন্ত নিজেকে ঢেলে সাজাবো।

তুমি শুধু আমাকে একটু একটু করে,

তোমার মতো করে তৈরি করে নিও,

আমি তোমার কাছে তোমার পাশে

তোমার হয়ে থাকতে চাই।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ

নামঃ মোঃ হাসানুজ্জামান, পেশাঃ প্রভাষক, গ্রামঃ রাধাকান্ত পুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, রাজশাহী-ঢাকা-বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*