নব সমাজ
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞∞
সত্য প্রকাশ হাঁটছে পিছে
মিথ্যাবাবু উচ্চশীরে,
অহংকার বাড়বাড়ন্ত
নিত্য মনে ঘুরেফিরে।
হিংস্র পশু মতন মন
সকল জন ভিতরে,
হৃদয় আজ বিবেক হারা
অন্ধ বিশ্বাস শরীরে।
নব সমাজ চমৎকার
বিশ্বব্যাপী রাজ করে,
ছল চতুর ঠক নমস্কার
সম্মান দুনিয়া জুড়ে।
সত্যবাদী ফাঁসির দড়িতে
স্ব’শরীরে আজ ঝুলে,
মিথ্যাবাদী ফুলের মালাতে
সম্মানিত কর তালে।
বিচার বিভাগে ন্যায় বিচার
রায়দান অন্ধকারে,
নব সমাজে সত্যবাদীর
মান সম্মান বেঘোরে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি= শ্রী স্বপন কুমার দাস, পিতা= সন্তোষ কুমার দাস, মাতা= কল্যাণী দেবী, গ্রাম +পোস্ট +থানা= গোপীবল্লভপুর,জেলা= ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ (ভারত)