প্রেম অঙ্কিত মনে

-জয়সেন চাকমা

♥♥♥♥♥♥♥♥♥♥

রাত্রি আমার কেটে যায় অনেক স্বপ্ন দেখে

সেই স্বপ্ন তোমাকে নিয়ে অনেক কিছু লেখে।

দিন যত চলছে, বাড়ছে ভীষণ মায়া

যে মায়াতে খুঁজে পায় শুধু তোমার ছায়া।

লুকিয়েছি মনে কথা, কিছু বলতে চাই

বলবো বলে ঠিক রেখেছি, যখন কাছে পাই।

তোমাকে যেই দিন খুব করে কাছে পাবো

আকাশ দিয়ে চেয়ে চেয়ে কবিতা শুনাবো।

শুনাব গল্প হাজার প্রেমের, শুনাব নতুন ছড়া

যেই ছড়াটি মনে মনে আমার কাছে গড়া।

রাত্রি জেগে আকাশ দেখি, অনুভব করি তোমায়

শূন্যতাতে জানতে পারি, তোমাকে কাছে চাই।

যখন তোমায় ভালোবাসেছি, চাইনা হারাতে

স্বপ্ন আমার বলে রেখেছে, সঙ্গী করে নিতে।

জানোতো তুমি, মনের কথা সব কবিতাতে লেখি

রোজ রোজ তোমাকে আমি, কল্পনাতে দেখি।

চিঠিতেও জানায় মনের কথা, বুঝতে পারো নিশ্চয়ই

ভালোবাসি বলেই তো, থাকে না পাওয়ার ভয়।

গল্প গুলো সাজাতে চাই, শুধু তোমাকে নিয়ে

কল্পনাতে ডুবতে থাকি, রাত্রির চন্দ্রা চেয়ে।

♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি :

কবি জয়সেন চাকমা বাংলাদেশের একজন নাগরিক। তিনি চাকমা আদিবাসী সম্প্রদায়ের। চাকমাদের মুলিমা গোষ্ঠী চুল্লে গোজা শ্রেণিতে অন্তর্ভুক্ত। ত্রিবেণী কাব্য ‘রান্যফুল’ কাব্য গ্রন্থের লেখক তিনি। তিন ভাইবোনের মধ্য সবার ছোটো তিনি।

নাম: জয়সেন চাকমা, পিতা: সূচী রঞ্জন চাকমা, মাতা: ফুলবালা ত্রিপুরা, বড়োভাই: সুখময় চাকমা, বড়বোন: অন্তি চাকমা

জন্ম: ২০০৬ সালের ৪ এপ্রিলে সূচী রঞ্জন চাকমা ফুলবালা ত্রিপুরা দম্পতি জীবনে পরিবারের তৃতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কবি জয়সেন চাকমা। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় অন্তর্ভুক্ত মাটিরাঙ্গা উপজেলায় ব্যাঙমারা (কিরণ কার্বারি পাড়া ) গ্রামে জন্ম গ্রহণ করেন।

শৈশব: নিজ গ্রামে মাঠে ঘাটে নদী নালায় পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়ে খেলা করে বেড়ে উঠেন তিনি।

শিক্ষা ও পড়াশোনা : লেখাপড়ায় তিনি ছিলেন মনোযোগী। ২০১৩ সালে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ২০১৭ সালে সেখান থেকে পিএসসি পাশ করেন। সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুল থেকে নিম্ন মাধ্যমিক পাশ করেন। (২০২০)। মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষা দিয়েছিলেন (২০২৩)।

লেখালেখি: ছোটবেলা থেকেই লেখালেখি প্রতি তার আলাদা একটা ভালোবাসার কাজ করত। বই পড়া, গল্প পড়া, কবিতা পড়তে বেশ ভালোবাসতেন। ২০১৫ সাথে মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার কালে কবিতা লেখা শুরু করেন।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*