বাদলের ধারা

-সত্যজ্যোতি রুদ্র

≅≅≅≅≅≅≅≅≅≅≅

বাদলের ধারা বহে বহে সারা

পাতা থরথর কাঁপে,

ঝরে ঝরঝর ভাসে বালুচর

রূপালি ঝলক তাপে।

মেঘের ভেলায় রবির থালায়

লুকোচুরি খেলে যায়,

আকাশে-বাতাসে বরিষ আভাসে

নাচছে দোদুল বায়।

ঘন মেঘ ছেয়ে ঝরে পড়ে বেয়ে

ভূমিতে লুটায় এসে,

ভেজা ধরনীতে দিন- রজনীতে

ফুলকে ফোটায় হেসে।

কৃষকের মুখে হাসি পায় সুখে

চাষের ঠিকানা ধরি,

হরিত্ বাগিচা সবুজ গালিচা

জাগবে আঙিনা ভরি।

প্রণয় ভিখারি রচিবে দিশারি

কপোত-কপোতী যত,

কদমের ফুল ঝুমকোর দুল

হেরিছে রাণীর মতো।

যতেক বাহারি রূপের গাগরী

বর্ষা রাণীর সাজ,

নানা ফুলে-ফলে বৃষ্টির জলে

স্নাত হবে ঋতু মাঝ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

পরিচিতি—–

সত্যজ্যোতি রুদ্র,সহকারী শিক্ষক, কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার, উপজেলা-চকোরিয়া,জেলা-কক্সবাজার,বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*