ধূসরিত চিরকুট

-মীর সেকান্দার আলী খোকা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

তবু টুকরোটি তুলে দেখো

থাকতে পারে তোমার জীবনের কোনো

গল্প।

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

সোনাদানা খুঁজেছো অনেক জীবন ভর

কখনো হয়তো মিলেছে কিছু অথবা

না।

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

খরস্রোতা নই

তৃষ্ণা মেটাবার মত আছে কিছু জল

যদি বঝো।

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

বরই অবেলা এখন কি’ দেবো

ক্লান্ত নদী ভাঙ্গে না তো কূল

শান্ত হতে শুধু বাকি।

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

এখনও অন্তউদ্যানে জেগে উঠে সবুজ

ফুল ফোটে হাসে দিবাকর

প্রত্যয় হয় সোনালী সকাল।

আমি উপন্যাসের ধূসরিত এক চিরকুট

শিক্ষিত হলেই মূর্খতা কাটে না, জ্ঞানী হওয়া

যায় না

শিক্ষিত পুঁথিগত এক বিদ্যা, জ্ঞানী হতে পিছন ফিরে চাও ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

মীর সেকান্দার আলী খোকা, (প্লাটুন কমান্ডার)১ আনসার ব্যাটালিয়ন, ঠিকানা:জেলা সদর, ঠাকুরগাঁও (মন্দির পাড়া) কবিতাটির সৃষ্টিকাল ২৮-০৩-২০২৩

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*