সবই রয়েছে অন্তরের সংগ্রহশালায়
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
পৃথিবীর মাটি থেকে আমি উঠে এসেছি।
চারিদিকে কেবল রহস্যে ভরা যা কিছু দেখছি।
তাই আমি বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছি।
যত দেখছি ততই আমি ভীষণ অবাক হচ্ছি।
হাজারো প্রশ্ন আমার মনে বার বার উঁকি দেয়।
এইসব প্রশ্নের উত্তর আমি কোথায় খুঁজে পাই?
আমি মাটি কে জিজ্ঞাসা করি, সে ব্যর্থ হয়।
জলকে প্রশ্ন করি, সে আপন বেগে ধায়।
আমি বায়ুর কাছে জানতে চাই, সে পাশ কাটিয়ে যায়।
সূর্যের কাছে সবকিছু জানতে চাই, সে কেবল তাকায়।
সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করি, উত্তর নাই।
পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থগুলো উত্তর দিতে পারেনা।
তারা তুলে ধরেছে কেবল নানান ধারণা।
শেষে নিজের অন্তরের মধ্যে আমি পুরোপুরি ডুবে যাই।
দেখি, আদি থেকে সব কিছু রয়েছে সেই সংগ্রহশালায়।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।