ছন্দপতন

-মানস দেব

∞∞∞∞∞∞∞∞∞∞

ভোট আসতে না আসতে

নেতা-নেত্রীদের কথার কচকচানি শুরু !

প্রতিশ্রুতির বানে ভেসে যাচ্ছে গ্রাম- গ্রামান্তর !

অথচ , যতদূর দৃষ্টি যায় শুধু নেই আর নেই ধ্বনি।

কোথাও নেই চলাচলের সঠিক রাস্তা

কোথাও মেলে না পানীয় জল

কেউ আবার পায়নি মাথা গোজার ঘর ।

ভোট আসতে না আসতে গ্রামে গ্রামে প্রার্থী খোঁজা শুরু ।

সঙ্গে শুরু দলীয় কোন্দল !

কেউ চায় গণেশ দা কে

কেউবা চায় হৃতেশ দা ।

ঠগ বাঁচতে গাঁ উজার !

শেষে পটল দা কে বেছে নিতেই চারিদিকে হাততালি ।

ভীষণ সৎ – সাহসী – শিক্ষিত ছেলে যে ।

হঠাৎ ঘটে ছন্দপতন ।

” না আমি হবো না… “

কেন ?

” মিথ্যে এটা যে মুখে আসে না। “

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । চাকুরী সূত্রে রায়গঞ্জ নিবাসী । প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ” অনুভব ” ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*